টানা ২ দিন ধরে অবিরাম বর্ষণের জেরে এবার বড় অঘটন ঘটলো শিয়ালদহে। গতকাল মাঝরাতে প্রবল বৃষ্টির জেরে আচমকাই তিন তলা বাড়ির একাংশ ভেঙে হুড়মুড়িয়ে পড়ল পাশের বাড়িতে। তবে হতাহতের কোনও খবর নেই। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের কাছে ১৬/৪ নূর মোহাম্মদ লেনে বাড়ির একাংশ ভেঙে পড়েছে। তিন তলা বাড়ির একাংশ ভেঙে পাশের বাড়িতে পড়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।
রাতভর বৃষ্টিতে এমনিতেই জলমগ্ন শহর কলকাতা। জল জমেছে দক্ষিণ কলকাতা ও শহরতলির পাটুলি, বাঘাযতীন, বোড়াল, ব্রহ্মপুর, গড়িয়া, আদি গঙ্গা লাগোয়া একাধিক ওয়ার্ডে। জল যন্ত্রণার ছবি ধরা পড়েছে আলিপুর বডিগার্ড লাইন, একবালপুর, বেহালার বিস্তীর্ণ এলাকা, তারাতলা, নিউ আলিপুর, রায় বাহাদুর রোড এলাকায়। এছাড়াও, সাদার্ন অ্যাভিনিউ, গড়িয়াহাট, শরৎ বসু রোড, বালিগঞ্জ প্লেস, কসবা, তপসিয়া, তিলজলা এলাকাও জলমগ্ন। অন্যদিকে, উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিটও জলের তলায় আছে।
এদিকে, ভারী বর্ষণের মাঝে দোসর হয়েছে কোটাল। সকালে জোয়ার থাকায় চিন্তা বেড়েছে। এমনিতেই কলকাতার বেশিরভাগ এলাকারই প্লাবিত। তারপর জোয়ারে জল বাড়লে অশনি সঙ্কেত দেখছে পুরসভা। আপাতত লকগেট বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ না লকগেট খোলা হচ্ছে, ততক্ষণ জমা জল নামার আশা ক্ষীণ। বিভিন্ন জায়গায় ম্যানহোলগুলিকে খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।