দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তা সামলাতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা কেন্দ্রের মোদী সরকারের। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও পৌঁছে গিয়েছে মোদী বিরোধিতার সুর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির দাবি, করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী! তাঁর অদূরদর্শিতার জেরেই দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা! আর তার জেরেই প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কিছুটা ফিকে হয়েছে। ধাক্কা খেয়েছে তাঁর ভাবমূর্তি। এবার এক সমীক্ষাতেও উঠে এল যে প্রাপ্তবয়স্কদের মধ্যে বিশ্বের অন্য রাষ্ট্রনেতার চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে থাকলেও তাঁর গ্রহণযোগ্যতা কমছে। গত দু’বছরে মোদীর গ্রহণযোগ্যতা সূচক অনেকটাই পড়েছে বলে দাবি করল আমেরিকার সংস্থা ‘মর্নিংরকনসাল্ট’।
সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে ওই সংস্থা জানাচ্ছে, চলতি বছরে জুন মাস পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা সূচক ৬৬ শতাংশ। গত ২০১৯ সালে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়ার পর মোদীর গ্রহণযোগ্যতা সূচক ছুঁয়েছিল ৮২ শতাংশ। ওই সমীক্ষায় মোদীর ঠিক নীচেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। প্রাপ্তবয়স্কদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা সূচক ৬৫ শতাংশ। তাঁর পরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর (৬৩ শতাংশ), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (৫৪ শতাংশ), জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (৫৩ শতাংশ)। ছ’নম্বর স্থানে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং আট নম্বরে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।