রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন নন্দীগ্রাম আসনে ভোটের ফলাফল ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করেই বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই মামলা যেই বিচারপতির এজলাসে উঠেছে, তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। উল্লেখ্য, এদিন এই মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি কৌশিক চন্দ। তারপরই বিচারপতি চন্দ বিজেপি ঘনিষ্ঠ বলে অভিযোগ ওঠে। এর মধ্যেই একের পর এক টুইট করে চলেছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
এদিন প্রথম টুইটে বিজেপির একটি সভার দুটি ছবি পোস্ট করে ডেরেক প্রশ্ন তোলেন, ‘ছবিতে যাঁকে গোল করে চিহ্নিত করা হয়েছে, ইনি কে? ইনি কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ?’ উল্লেখ্য, সেই ছবিগুলির একটিতে দিলীপ ঘোষের পাশে বসে থাকা কৌশিক চন্দকে গোল করে চিহ্নিত করা। অপর ছবিটিতে, দিলীপ ঘোষ ভাষণ দিচ্ছেন, সেখানেও বিচারপতি চন্দকে চিহ্নিত করা। এমন এক বিজেপি ঘনিষ্ঠ বিচারপতির এজলাসে কেন নন্দীগ্রাম মামলা দেওয়া হয় তা নিয়েই সওয়াল করেন তিনি।
এরপরই কার্যত যুযুধান হয়ে যায় বিজেপি-তৃণমূল দুইপক্ষ। বিজেপির নেতারা সাফাই দিয়ে বলেন, ‘তৃণমূলের কৌশিক চন্দ বিচারপতি হওয়ার আগে তো আইনজীবী ছিলেন। সেই সময় তিনি কোনও বিজেপি অনুষ্ঠানে গিয়ে থাকলে তা আলাদা বিষয়। তবে বিচারপতি হওয়ার পর তাঁকে কোনও অনুষ্ঠানে দেখা যায়নি।’ তারপরই ফের পাল্টা টুইট করে ডেরেকের দাবি করেন, বিজেপির পক্ষে একগুচ্ছ মামলা লড়েছেন কৌশিক চন্দ। সেই মামলার তালিকাও পোস্ট করেছেন তৃণমূলের সাংসদ তথা জাতীয় মুখপাত্র। তাঁর প্রশ্ন, এক বড় সমাপতন?