টানা ভারী বর্ষণে ভাসছে কলকাতা। জলমগ্ন পার্শ্ববর্তী শহর হাওড়াও। রাতভর বৃষ্টির জেরে হাওড়ার বিভিন্ন এলাকা জলের তলায়। উলুবেড়িয়ার কালীনগরে রাস্তায় ধস নেমেছে। যার জেরে এলাকার পাঁচটি দোকান হেলে গিয়েছে। ধস নামার ফলে এলাকায় আতঙ্কে বাসিন্দারা।
রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়ার বিভিন্ন এলাকা। জল জমেছে মধ্য হাওড়ার পঞ্চাননতলা, টিকিয়াপাড়া এলাকায়। উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি, রামরাজাতলা, বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকায় কোথাও হাঁটু সমান, আবার কোথাও গোড়ালি সমান জল। যার জেরে চরম দুর্ভোগে বাসিন্দারা। হাওড়া পুরসভা থেকে জানানো হয়েছে, পাম্প চালিয়ে দ্রুত জল নামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে, হাওড়ার পাশাপাশি কলকাতারও বিভিন্ন রাস্তা জলমগ্ন।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আরও বৃষ্টি বাড়বে। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমতে পারে। নদীর জলস্তর বাড়়তে পারে। আজ ও কাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।