এবার ভাঙন ধরল হীরক রাজার দেশের পাহাড়ে। খোদ উদয়ন পণ্ডিত যে পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন, এবার বৃষ্টির দাপটে সেই পাহাড় থেকেই গড়িয়ে পড়ল পাথর। প্রায় ২৫-৩০ ফুট উঁচু থেকে গড়িয়ে পড়েছে বড় পাথরটি। স্বাভাবিক ভাবেই এই ঘটনার ফলে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
প্রসঙ্গত, শেষ ৩ দিন দফায় দফায় বৃষ্টির দাপটে পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড় থেকে বেশ কয়েকটি পাথর গড়িয়ে মাটিতে পড়ে। অনেকগুলি ছোট পাথরের পাশাপাশি খসে বড়ে বড় একটি পাথরও। পাহাড়ের চূড়ায় থাকা মন্দিরে যাওয়ার রাস্তা ভেঙে যায় এই ধসের ফলে। পাহাড় সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়ায় এই ঘটনায়। পুরুলিয়ার এই এলাকা এ ভাবে পাথর ভেঙে পড়তে কোনওদিনই দেখেনি। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এক কথায় স্তম্ভিত এলাকার বাসিন্দারা।