নয়াদিল্লীতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে অর্থাৎ এইমসে ঘটলো বিধ্বংসী অগ্নিকাণ্ড। সূত্রের খবর, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ হাসপাতালের ন’তলায় আগুন লেগেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলেই খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই অংশে কোনও রোগী নেই। হতাহতের কোনও খবর মেলেনি বুধবার বেশি রাত পর্যন্ত।
বুধবার রাত সাড়ে দশটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে। সঙ্গে সঙ্গে ছুটোছুটি শুরু হয় হাসপাতালের অন্দরে। জানা গিয়েছে, যে অংশে আগুন লেগেছে সেখানে কোনো রোগী থাকে না। সেই অংশে হাসপাতালের পরীক্ষাগারগুলি রয়েছে। যার ফলে বড় বিপদের হাত থেকে রক্ষা পেল দিল্লী এইমস। দিল্লী দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।