কলকাতা নয়, আসন্ন ফুটবল মরসুমেও ফের গোয়াতেই অনুষ্ঠিত হতে পারে আইএসএল। আইএসএল কীভাবে অনুষ্ঠিত হবে তার রূপরেখা তৈরি করতে বুধবারই ক্লাবগুলিকে নিয়ে বৈঠকে বসেছিল আইএসএলের আয়োজক সংস্থা এফএসডিএল। সেই সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। গত মরসুম থেকেই জৈব সুরক্ষা বলয়ের পরিকাঠামো তৈরি রয়েছে গোয়ায়। হোটেল থেকে শুরু করে কর্মীদের প্রশিক্ষণ সবকিছুর ব্যবস্থাই রয়েছে সেখানে। অন্য শহরে আইএসএল করতে গেলে নতুন করে পরিকাঠামো তৈরি করতে হবে।
করোনার প্রভাব এই বছরেও থাকবে, এমনটাই ধরে নিচ্ছেন এফএসডিএল কর্তারা। তাই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই হবে আইএসএল। গত মরসুমে আইএসএল সফল ভাবে অনুষ্ঠিত হয়েছিল গোয়ায়। বরং আইপিএল দেশের বিভিন্ন শহরে করতে গিয়ে হোঁচট খেতে হয়েছে বিসিসিআইকে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের ঝামেলায় যেতে চাইছেন না এফএসডিএল কর্তারা।
গত মরসুমে গোয়ার ফতোদরা, জিএমসি স্টেডিয়াম ও তিলক ময়দানে আইএসএল-এর খেলা অনুষ্ঠিত হয়েছিল। এবারেও এই তিনটি মাঠেই হতে পারে খেলা। এমনকি গত মরসুমের মতো এ মরসুমেও প্রথমে নিভৃতবাসে থেকে দলের সকলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে যোগ দিতে পারবেন ফুটবলাররা। গতকালের বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে আগস্ট মাসের মধ্যেই অংশগ্রহণকারী দলগুলির কাছে করোনা সংক্রান্ত নিয়মাবলী পৌঁছে যাবে। তবে মাঠে দর্শকদের ঢুকতে দেওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।