বাংলায় নির্বাচনের ফলাফল প্রকাশের পর বারবার হিংসার অভিযোগ তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আজ তার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে কৃষকবন্ধু প্রকল্পের সূচনা পর্বে সংবাদমাধ্যমের তরফে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, রাজ্যে কি রাজনৈতিক সন্ত্রাস চলছে? এর জবাবে পাল্টা সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারাই তো বেশি খবর রাখেন।” নাম না করে এদিন রাজ্যপালকেও নিশানা করেন মমতা।
অন্যদিকে, বাংলায় একাধিকবার রাজনৈতিক হিংসার অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন কেন্দ্রীয় কমিশনের রাজ্যে যাতায়াত নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, “যে কেউ যে কোনও রাজ্যে যেতে পারেন। তবে তাঁদের একটু বেশি করে উত্তরপ্রদেশ, গুজরাতে যাওয়া উচিত ছিল। যেখানে নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হচ্ছে, কোভিড রোগীদের কোনও রেকর্ড নেই, মকটেস্ট করতে গিয়ে বিনা অক্সিজেনে রোগীদের মৃত্যু হচ্ছে, সেই সমস্ত ইতিহাস না ঘেঁটে বাংলায় হারার পরেও বিজেপির লজ্জা নেই। বিজেপির এটাই অভ্যাস। বিজেপি সমস্ত এজেন্সিকে দিয়েই এগুলো করায়। এটা বিজেপিরই প্রি প্ল্যান।”
এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি কোনও হিংসাকে সমর্থন করি না। আমরা হিংসার নিন্দা করি। আমি পুলিশকেও বলেছি কোথাও এই ধরনের ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নিতে। তবে এগুলো রাজনৈতিক হিংসা নয়, বিজেপির গিমিক হিংসা।” পাশাপাশি রাজ্যপালের থাকা উচিত কি না সেই বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নিজে ৩ বার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি ওঁকে ফিরিয়ে নিন।” এদিন এই বক্তব্যের মাধ্যমে ফের একবার রাজ্যপালকে একহাত নেন তিনি।