করোনা আবহের জেরে আগেই বাতিল হয়েছিল দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কিন্তু কীভাবে মূল্যায়ণ করে পড়ুয়াদের রেজাল্ট দেওয়া হবে, এবার তা সুপ্রিম কোর্টে জানাল সিবিএসই বোর্ড। তিরিশ শতাংশ ধরা হরে দশম শ্রেণির। একাদশ শ্রেণির নম্বর ধরা হবে ৩০ শতাংশ। আর বাকি ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণির। তার ভিত্তিতেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন হবে। সুপ্রিম কোর্টে এমনই ফর্মুলা জমা দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড (সিবিএসই)।
এর পাশাপাশি জানা গিয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শীর্ষ আদালতে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল জানান, দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে প্র্যাক্টিকাল থাকবে। অন্যান্য নম্বর যাই হোক না কেন, প্র্যাক্টিকালে থাকবে ১০০ নম্বরের। একইসঙ্গে বোর্ডের তরফে জানানো হয়েছে, যে পড়ুয়ারা সেই নম্বরে সন্তুষ্ট হবেন না, তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই পরীক্ষা নেওয়া হবে।