দীর্ঘ লড়াইয়ের পর সাফল্য। মোটরবাইকের সঙ্গে অটোর ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন এক তরুণী। তাঁকে বুকে অটোর রড ঢুকে গিয়েছিল। প্রায় ১৫ ঘণ্টা সেই রড তরুণীর বুকেই বিঁধে ছিল বলে খবর। কলকাতার এসএসকেএম হাসপাতালে তরুণীর অস্ত্রোপচারে সফল হয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, গত সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়েছিলেন ধামাখালির বাসিন্দা তুহিনা পরভিন। অটোর ডানদিকে থাকা রড এসে গেঁথে গিয়েছিল তাঁর শরীরে। বুক থেকে ঢুকে একেবারে লিভারে গিয়ে আঘাত করেছিল সেই রড। শিরদাঁড়া ও লিভার ফুটো করে দেয় অটোর রড। সংকটজনক অবস্থায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার এসএসকেএমে নিয়ে আসা হয় তাঁকে। তরুণীর চিকিৎসার জন্য ১৪ জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এসএসকেএমে। রাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। টানা ৫ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য মিলেছে। সযত্নে ডাক্তার বাবুরা বের করে এনেছেন ওই রড। রাত ১২টা থেকে টানা ভোর ৫টা অবধি একাগ্র হয়ে মরণাপন্ন তরুণীকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন চিকিৎসকরা। আপাতত তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে যেহেতু মেরুদণ্ডে আঘাত লেগেছে, তাই তাঁর শরীরের নীচের অংশ পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়ে। তা ঠিক হতে খানিক সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।