এবার এরিকসন কাণ্ডের ছায়া সাঁতারের জগতেও। আসন্ন টোকিও অলিম্পিক্স গেমসের জন্য কোয়ালিফিকেশনের লড়াই লড়ছিলেন আমেরিকার আর্টিস্টিক সাঁতারু অনিতা আলভারেজ। এই অবস্থায় হঠাৎ করেই পুলের মধ্যেই তিনি ক্ষনিকের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েন। পুলের কাছাকাছি দাঁড়িয়ে তাঁর পারফরম্যান্স প্রত্যক্ষ করছিলেন প্রশিক্ষক। তিনি কোনদিক না ভেবে তৎক্ষণাৎ পুলে ঝাঁপ দিয়ে মোক্ষম সময়ে প্রান রক্ষা করেন ছাত্রীর।
বার্সেলোনার বিল্লি এলিসে তখন সবে প্রাথমিক রাউন্ডের প্রতিযোগিতা শেষ করেছেন আমেরিকার সাঁতারু অনিতা আলভারেজ ও তাঁর পার্টনার লিন্ডি স্ক্রুডার। ২৬ মিনিট ৩০ সেকেন্ড ধরে তাঁদের পারফরম্যান্স চলার পরে কয়েক সেকেন্ডের জন্য হঠাৎ করে সংজ্ঞা হারান আলভারেজ। সঙ্গে সঙ্গে পুলে ঝাঁপিয়ে পড়েন তাঁদের কোচ। এরপর স্ক্রুডার এবং কোচ দুজনে মিলে আলভারেজকে পাড়ে তুলে নিয়ে আসেন।
পাড়ে আসার পরেই তাঁকে মেডিক্যাল টিম চেক আপ শুরু করে। পাঁচ মিনিট ধরে চিকিৎসার পরে তাঁকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হয়। হুইলচেয়ারে করে চিকিৎসা গ্রহন করতে যাওয়ার সময় অবশ্য তিনি সংজ্ঞা ফিরে পান। ইউএসএ আর্টিস্টিক সাঁতার ফেডারেশনের তরফে জানানো হয়েছে, “অনিতা এখন অনেকটা ভাল আছে। এই প্রচন্ড কঠিন পরিশ্রমের এই সপ্তাহ শেষে সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে।”