দায়িত্ব গ্রহণের পর থেকে রাজ্যের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। মঙ্গলবারও ফের সংঘাতে জড়িয়েছে দু’পক্ষ। ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি লিখেছেন রাজ্যপাল। সাংবিধানিক প্রধান কীভাবে মুখ্যমন্ত্রীর লেখা চিঠি প্রকাশ্যে আনলেন, পালটা সেকথা জানিয়েছে স্বরাষ্ট্রদপ্তর। এই পরিস্থিতিতে এবার রাজ্যপালকে একহাত নিলেন তাপস রায়।
ধনকরকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘রাজ্যপালের চেহারা ঝুঁকে রয়েছে এবং তা বিজেপির দিকে ঝোঁকা। ওঁর বুক চিতিয়ে লড়াই করার মতো শারীরিক গঠন নয়। রাজ্যপাল যেদিন থেকে বাংলায় এসেছেন, সেদিন থেকেই তিনি একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবেই কাজ করছেন’। রাজ্যপাল যে বিজেপির হয়ে কাজ করেন, সে অভিযোগ আগেও করেছে তৃণমূল। আরও একবার সেই অভিযোগই যেন সামনে এল।
এদিকে, ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত চিঠি নিয়ে চাপানউতোরের মাঝেই দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে সাক্ষাত করেন। দেখা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে পারেন রাজ্যপাল। সংঘাতের আবহে রাজ্যপালের দিল্লী সফর যে বেশ তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনও সন্দেহ নেই।