গত মাসেই ফল প্রকাশ হয়েছে বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল পেট্রোল-ডিজেলের চোখরাঙানি, জ্বালানির দাম বাড়ানোর বহর। কার্যত এক-দু’দিন অন্তর যা এখন একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। এবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে ৪মে-র পর থেকে মোট ২৫ বার!
এদিন কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৪ পয়সা বেড়েছে। তার ফলে বর্তমানে এক লিটার পেট্রল কিনতে খরচ করতে হবে ৯৬ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ১৩ পয়সা বেড়েছে। বর্তমানে কলকাতাবাসীকে এক লিটার ডিজেল কিনতে খরচ করতে হবে ৯০ টাকা ২৫ পয়সা। দিল্লীতেও বেড়েছে পেট্রোলের দাম। রাজধানীতে পেট্রোলের দাম ৯৬.৬৬ পয়সা এবং এক লিটার ডিজেলের দাম ৮৭.৪১ টাকা।
গত ২৯ মে প্রথম মহানগর হিসেবে মুম্বইয়ে ১০০ টাকা ছাড়িয়েছিল প্রতি লিটার পেট্রোলের দাম। যা দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। বুধবার মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৮২ টাকা। ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৮৪ টাকা। চেন্নাইয়ের অবস্থাও একইরকম। পেট্রোল এবং ডিজেলের দাম সেখানে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭.৯১ টাকা এবং ৯২.০৪ টাকা।