আসানসোলের নিয়ামতপুরের ফুড কর্পোরেশন গুদামে কর্মরত শ্রমিকরা গত ১৫ দিন যাবৎ কর্মহারা হয়ে বসে আছেন। চলতি মাসে এই গুদামের জন্য নির্দিষ্ট খাদ্যসামগ্রী চলে গিয়েছে দুর্গাপুরের গুদামে। শ্রমিকদের অভিযোগ, মাঝেমধ্যেই এই গুদামের জন্য বরাদ্দ জিনিস পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্যত্র। ফলে বার বার অনিশ্চয়তার মুখে পড়ছে শ্রমিকদের আয়। তাঁদের সন্দেহ, হয়তো আসানসোলের এই এফসিআই গুদামটি বন্ধ করে দিতে পারে কেন্দ্র। যার ফলে কাজ হারানোর ভয়ে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা।
মঙ্গলবার নিয়ামতপুরে এফসিআই অফিসের ডিপো ম্যানেজারকে বাইরে বসিয়ে রেখে বিক্ষোভে শামিল হয়েছেন শ্রমিকরা। গুদামের সামনের গেট আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। আইএনটিইউসি-র নেতা রাজীব সিংহ বলেন, ‘‘এখানকার বরাদ্দ জিনিস দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে এই অফিসের শ্রমিকরা কাজ পাচ্ছেন না। প্রায় ১৫ দিন ধরে বসে আছেন ওঁরা। তাই আজকে আমরা আন্দোলনে শামিল হয়েছি।’’
বরাদ্দ খাদ্যশস্য সরবরাহের জন্য ট্রেনে করে কেন্দ্রীয় সরকার এই গুদামে পাঠায়। সেই জিনিস গুদামে রাখা ও পরে সরবরাহের জন্য বেশ কয়েক জন শ্রমিক এখানে কাজ করেন। কিন্তু এই গুদামে শেষ এক মাসে কোনো মাল পাঠায়নি কেন্দ্র। তাতেই কাজ হারিয়েছেন এই শ্রমিকরা। অসুবিধায় পড়েছেন আসানসোলে একাধিক গম ভাঙানোর কলের ব্যবসায়ীরাও। নিয়ামতপুরের গুদামে মূলত গম আসে। সেই গম ভাঙানোর কাজ করে এলাকায় অনেকেই পেট চালান। তাঁরাও মুশকিলে পড়েছেন। দুর্গাপুরের এফসিআই গুদাম থেকে তাঁদের গম আনতে হচ্ছে। তাতে লাভের পরিমাণ আগের তুলনায় কমছে।