বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে শোভন চট্টোপাধ্যায়ের নাম যুক্ত হওয়ার পরই এবার শোভন-বৈশাখী অধ্যায় নয়া মোড় নিল। গোলপার্কে শোভনকে ফ্ল্যাট খালি করার হুঁশিয়ারি দিলেন তাঁরই শ্যালক। সাতদিনের মধ্যে ওই ফ্ল্যাট খালি করতে বলা হয়েছে। তা না হলে মামলা রুজু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শোভনের শ্যালক। শোভনকে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, গোলপার্কের ওই ফ্ল্যাটে বৈশাখীর সঙ্গে থাকেন শোভন। ওই ফ্ল্যাটে বেআইনিভাবে শোভন-বৈশাখী রয়েছেন বলে আগেও সোচ্চার হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। এই ঘটনার জেরে শোভন-বৈশাখী-রত্না পর্ব নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘আমি একটা দু:সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সে সময় রত্নাদেবীর ভাইয়ের আইনি নোটিশ। যাঁরা কয়েকদিন আগে বলেছিলেন, আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের দাঁত-নখ বেরিয়ে এসেছে। আমি যেখানে থাকি, সেটার সব কাগজপত্র রয়েছে। সেই অধিকারেই থাকি। কারও ফ্ল্যাট দখল করে থাকার মানসিকতা নেই। আমার কাছে সব নথিপত্র রয়েছে। কারও জায়গা আমি নিইনি’।
রত্নাকে নিশানা করে শোভন বলেন, ‘বেহালায় যে বাড়িতে রত্নাদেবী থাকেন, সেটা আমার বাড়ি, সেটা খালি করলে ভালো হয়। শুভাশিস দাস, দুলাল দাসরা গোডাউনের মালিক বলে দাবি করেন। সেই জমির একটা অংশ আমার। দীর্ঘদিন ধরে ভাড়া দিচ্ছেন না…’। এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দু’দিন আগে নোটিশ দিয়েছেন ওঁরা। শোভনদা সমস্ত বৈধ নথি নিয়েই থাকেন। ওঁকে উচ্ছেদ করা সহজ নয়। নোটিশ দিয়েছেন, উত্তর পাবেন’।