করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ধেয়ে আসার আগেই এবার বাংলায় শিশুদের ওপর ভ্যাকসিন ট্রায়াল শুরু হচ্ছে। পরীক্ষামূলকভাবে এই টিকাকরণ শুরু হতে চলেছে। জানা গিয়েছে ১২ থেকে ১৮ বয়সীদের উপর করা হবে প্রথম পর্যায়ের টিকার ট্রায়াল। জাইডাস-ক্যাডিলা সংস্থার ভ্যাকসিন দিয়ে হবে এই ট্রায়াল। চলতি সপ্তাহের শেষেই শুরু হবে এই ক্লিনিক্যাল ট্রায়াল।
সূত্রের খবর পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে শুরু হবে এই করোনা ভাইরাস টিকার কমবয়সীদের ওপর পরীক্ষামূলক ব্যবহার। ১০০ জন শিশুর ওপর এই পরীক্ষা হবে। প্রথম পর্যায়ের টিকাকরণের জন্য বেছে নেওয়া হবে ১২ থেকে ১৮ বছর বয়সের ১০০ জনকে। আগামী ১৫ দিনের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করা হবে বলেও ইন্সটিউট অফ চাইল্ড হেলথ সূত্রে জানানো হয়েছে। সূত্রের খবর, ‘জাইডাস কোম্পানি’ তাদের প্রস্তাবিত করোনা টিকার জন্য গোটা দেশজুড়ে ২৮ হাজার মানুষের উপর পরীক্ষা চালাচ্ছে।
ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে তাঁদের উদ্যোগে টিকার ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। তারই শেষ পর্যায়ে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর এই টিকার পরীক্ষা হবে। অন্যদিকে আজ থেকেই শিশুদের উপর করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল শুরু করতে চলেছে দিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। শিশুদের উপর ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা শুরু হতে চলেছে এইমসের উদ্যোগে। ৬-১২ বছর বয়সীদের এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নাম নথিভুক্তকরণও শুরু হতে চলেছে মঙ্গলবার থেকেই।