সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের মামলা শুনানি পিছনোর আর্জি জানাল সিবিআই। শুনানি পিছনোর আর্জিতে বিরক্ত হাইকোর্ট। বার বার বিভিন্ন মামলার ক্ষেত্রে শুনানি পিছনো নিয়ে সিবিআইয়ের এই আর্জিতে কার্যত অসন্তুষ্ট আদালত। এর আগে বিনয় মিশ্রের মামলা থেকে শুরু করে সাম্প্রতিক বেশ কয়েকটি ক্ষেত্রে সিবিআই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। দেবযানী-জামিন মামলাতেও একই ঘটনার পুনরাবৃত্তি।
মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের শুনানি শুরু হয়। তার আইনজীবীরা বলেন, ২০১৩ সালে গ্রেফতার করা হয়েছে একজনকে। এখনও পর্যন্ত ‘ট্রায়াল’ই শুরু হয়নি। অথচ এই মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ অভিযুক্তরা বহু আগেই জামিন পেয়ে গিয়েছেন। দেবযানী ছিলেন ওই সংস্থার একজন জুনিয়র এক্সিকিউটিভ। যদিও পরবর্তী ক্ষেত্রে তিনি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান।
এদিন প্রাথমিক শুনানির মধ্যেই সিবিআই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ অসন্তোষ প্রকাশ করে। রীতিমত রাগত স্বরে বিচারপতি বলেন, এটা চিট ফান্ড মামলা নয় যে বারবার স্থগিত হবে। বুধবারই আদালত মামলা শুনবে।