২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন হাফ ছুটি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গত বছর দুয়েক ধরে অর্ধ দিবসের বদলে জামাইষষ্ঠীতে পুরো দিনই ছুটি দেওয়ার রীতিই চালু করেছে রাজ্য সরকার। এ বছরও বজায় থাকল সেই ধারা। আগামীকাল ১৬ জুন অর্থাৎ জামাইষষ্ঠী উপলক্ষ্যে সমস্ত সরকারি দফতরে পূর্ণদিবসের জন্য ছুটি ঘোষণা করল রাজ্য।
নির্দেশিকা অনুযায়ী, বুধবার রাজ্য সরকারের সমস্ত দফতর পুরো দিনের জন্য বন্ধ থাকবে। এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে রাজ্যে জারি কড়া বিধি। আগামীকাল থেকেই কিছু বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস খোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু জামাইষষ্ঠী উপলক্ষ্যে ছুটি থাকার জন্য ১৭ তারিখ থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সমস্ত সরকারি অফিস।