বিশ্বের অনেক দেশেই গত কয়েক মাসে করোনার ভ্যাকসিন নিয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। টিকা নেওয়ার পরও কি করোনার হাত থেকে রেহাই মিলবে? এই প্রশ্নের উত্তর রীতিমত হাতরে বেরোচ্ছেন প্রায় সকলেই। বিশেষজ্ঞরা বার বার বলছেন, ভ্যাকসিন নিলে করোনা থাবা বসালেও বাড়াবাড়ি পর্যায়ের কিছু হবে না। কিন্তু, এবার এক মারাত্মক ঘটনা সামনে এল। ভ্যাকসিন নেওয়ার পরও মৃত্যু ঘটল। এই প্রথম দেশে ভ্যাকসিন নেওয়ার পরও মৃত্যু হল। জানা যাচ্ছে, করোনা ভ্যাকসিন নেওয়ার পরও মৃত্যু হয়েছে এক ৬৮ বছর বয়সী বৃদ্ধের। এই খবর নিশ্চিত করেছে সরকারের প্যানেল।
সরকারি প্যানেলের রিপোর্টে বলা হয়েছে, ওই বৃদ্ধ চলতি বছরের ৮ মার্চ ভ্যাকসিন নিয়েছিলেন। এরপরই মৃত্যু হয় তাঁর। ন্যাশনাল এইএফআই কমিটির চেয়ারপার্সন ডা. এন কে অরোরা এই বিষয়ে জানিয়েছেন, “ভ্যাকসিন নেওয়ার পর এই প্রথম মৃত্যু ঘটল।” অন্যদিকে, ভ্যাকসিন সংক্রান্ত আরও তিন জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও সরকারি প্যানেলের তরফে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানা যাচ্ছে, ৩১টি মৃত্যুর কারণ খতিয়ে দেখছে কমিটি।