বিজেপি-র অনেকের সঙ্গেই তাঁর কথা হয়৷ বিজেপি-তে ভাঙনের জল্পনা বাড়িয়ে এমনই মন্তব্য করলেন মুকুল রায়৷ এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরনোর সময় এই মন্তব্য করেন মুকুল৷ যদিও মুকুলের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি শিবির৷
পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগ হওয়ায় তাঁর সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে যান মুকুল৷ তৃণমূল মহাসচিবের বাড়ি থেকে মুকুল যখন বেরোচ্ছেন, তখনই সংবাদমাধ্যম তাঁর কাছে জানতে চায় তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে বিজেপি-র বিধায়ক, নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না৷ জবাবে মুকুল বলেন, ‘বহু লোকের সঙ্গেই কথা হয়৷’
গত শুক্রবার তৃণমূলে যোগ দেন মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়৷ এর পরই মুকুলের হাত ধরে বিজেপি-র বহু বিধায়ক, সাংসদ বা নেতা তৃণমূলে ফিরতে পারেন বা যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়ায়৷ সূত্রের খবর, বিজেপি-র উত্তরবঙ্গের দুই সাংসদ সহ বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে দলবদলের প্রস্তাব নিয়ে মুকুলের কথা হয়েছে৷ তার পর এ দিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সংক্ষিপ্ত উত্তর দিয়ে সেই জল্পনা আরও বাড়ালেন মুকুল রায়৷
তবে মুকুলের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য৷ তাঁর দাবি, বিজেপি সঙ্ঘবদ্ধই আছে৷ তবে বিজেপি নেতারা মুখে যাই বলুন না কেন, ভাঙন আতঙ্ক যথেষ্টই গ্রাস করেছে গেরুয়া শিবিরকে৷ দল যে ঐক্যবদ্ধ আছে তা প্রমাণ করতে সোমবারই দলীয় বিধায়কদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷