রাজ্যপালের দিল্লী সফর নিয়ে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহল। জগদীপ ধনখড় যখন দিল্লী যাচ্ছেনই তখন উনি যেন ওখানে গিয়ে কেন সঠিক সময়ে করোনার ভ্যাকসিন, অক্সিজেন পাওয়া গেল না সেই কথাগুলি যেন বলেন। এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল তো দিল্লী যাচ্ছেন। তখন রাজ্যপালের বলা উচিত যে কেন কেন্দ্র দীর্ঘদিন ধরে রাজ্যকে বঞ্চিত করে গেল। সমস্ত রকম পাওনা, জিএসটির বকেয়া সমস্ত কিছুতেই বঞ্চিত করা হচ্ছে বাংলাকে। সবথেকে বড় কথা অক্সিজেন পাওয়া গেল না, রেমডিসিভি পাওয়া গেল না। করোনার ভ্যাকসিন পাওয়া গেল না। তারপর ৩ রকম দাম হল ভ্যাকসিনের। পরবর্তী কালে তৃণমূল কংগ্রেস যখন প্রতিবাদ করল তখন সারা দেশ থেকে প্রতিবাদের আওয়াজ উঠল তখন কেন্দ্র দায়সাড়া ঘোষণা করে চুপ হয়ে গেল। কোভিড নীতিতে কেন্দ্র পুরোপুরি ব্যর্থ। সেগুলি নিয়ে দিল্লিতে কথা বলুক রাজ্যপাল। শুধুমাত্র বিজেপির এজেন্টের কাজ করছেন তিনি। বিজেপির দলীয় ভবন তৈরি করে ফেলেছেন রাজভবনটাকে।”