গতকাল কোপা আমেরিকায় প্রথম ম্যাচ খেলতে নেমেছিল লিওনেল মেসি। আর এবার ইউরো কাপে মঙ্গলবার প্রথম ম্যাচ খেলতে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল আজ মুখোমুখি হবে হাঙ্গেরির। ইউরোর আবহেও সাংবাদিক সম্মেলনে রোনাল্ডোর কাছে প্রথম প্রশ্ন ছিল জুভেন্তাসে তাঁর ভবিষ্যৎ কী? রোনাল্ডো জানিয়ে দিয়েছেন, এখন তাঁর মাথায় শুধুই ইউরো। সি আর সেভেন বলেন, “ইউরো এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে। পাঁচ নম্বর ইউরো খেলতে নামলেও মনে হচ্ছে প্রথম বার নামছি। তাই ভাল ভাবে শুরু করতে চাই। প্রথম থেকে শেষ ম্যাচ অবধি ভাল ভাবেই খেলতে চাই।”
এ বারের ইউরোতে রোনাল্ডোর সামনে রেকর্ড ছোঁয়ার হাতছানি। আর ৫টা গোল করলেই আন্তর্জাতিক ম্যাচে সব চেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি। রোনাল্ডো বলেন, “ব্যক্তিগত রেকর্ড নিয়ে খুব একটা ভাবছি না। এর চেয়ে টানা দু’বার ইউরো জয় বেশি মধুর হবে আমার কাছে। ২০১৬-র দলের থেকে অনেকটাই আলাদা এ বারের পর্তুগাল। অনেক যুব ফুটবলার রয়েছে এ বারের দলে। প্রতিযোগিতায় কেমন খেলব তা প্রমাণ করে দেবে কোন দলটা ভাল।”
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জুভেন্তাসে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। তার জবাবে পর্তুগাল তারকা বলেন, “ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলছি বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। এখন আর এই ভাবনাগুলো মাথায় আসে না। আমার ১৮ বা ১৯ বছর বয়স হলে রাতের ঘুম উড়ে যেত এটা নিয়ে ভেবে। তবে ৩৬ বছর বয়সে এসে এসব আর ভাবায় না। জুভেন্তাসে থাকব না কি অন্য কোনও দলে খেলব সেটা পরে দেখা যাবে।” দেশের হয়ে খেলতে নামার আগে রোনাল্ডোর ভাবনায় যে শুধুই জাতীয় দল, ক্লাব ফুটবল যে নয়, তা পরিষ্কার।