সমস্ত সমস্যা কাটিয়ে অবশেষে গতকাল থেকে ব্রাজিলের মাটিতে শুরু হলো কোপা আমেরিকা। যেখানে প্রথম ম্যাচেই ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নিজেদের কোপা অভিযান শুরু করল ব্রাজিল। রবিবার রাতে ম্যাচের আগাগোড়া শাসন করল সাম্বা বাহিনী। কোভিডে বিধ্বস্ত দুর্বল ভেনেজুয়েলাকে তারা দাঁড়াতেই দেয়নি।
ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়েই ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন মার্কুইনহোস। বক্সের মধ্যে ব্যাক-হিল করেছিলেন। তা বিপক্ষ ডিফেন্ডারদের এড়িয়ে জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান নেইমার। বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল দানিলোকে। পেনাল্টি থেকে ২-০ করেন নেইমার। এরপর ব্রাজিলের তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল বার্বোসা। নেইমারের থেকে আসা ক্রস বুকে নামিয়ে গোল করেন তিনি।
উল্লেখ্য, গত ১ বছরের বেশি সময় ধরে কোভিডে এমনিতেই বিধ্বস্ত ব্রাজিল। প্রতিযোগিতা আয়োজন নিয়েও বিস্তর টালবাহানা হয়েছে। সেখানে প্রথম ম্যাচ জিততে পেরে খুশি ব্রাজিল দলের অধিনায়ক কাসেমিরো। বলেছেন, “এই জার্সিটার ওজন বড্ড বেশি। ফ্রেন্ডলি, কোপা আমেরিকা, যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে, বিশ্বকাপ যা-ই হোক না কেন, আমরা জিততেই মাঠে নামি।”