টানটান উত্তেজক ম্যাচে ইউক্রেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে এবারের ইউরো কাপ অভিযান শুরু করল নেদারল্যান্ডস। রবিবার আমস্টারডামে ঘরের মাঠে জিততে কমলা ব্রিগেডকে অপেক্ষা করতে হল ৮৫ মিনিট পর্যন্ত। অনেকেই বলছেন, এটাই এখনও পর্যন্ত ইউরো কাপের সেরা ম্যাচ। অন্যদিকে, অস্ট্রিয়া ৩-১ ব্যবধানে হারিয়েছে উত্তর ম্যাসিডোনিয়াকে। উল্লেখ্য, ২০১৬-র ইউরো এবং ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। প্রায় সাত বছর পর প্রথম সারির কোনও প্রতিযোগিতায় খেলতে নেমেছিল তারা। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেদারল্যান্ডসকে এগিয়ে দেন জর্জিনিয়ো ওয়াইনালডাম। সাত মিনিট পরে ব্যবধান বাড়ান উইট উইঘস্ট।
এরপর চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে ইউক্রেন। গোল করেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো এবং রোমান ইয়ারেমচুক। তবে ডাচ ভক্তদের স্বস্তি দিয়ে ৮৫ মিনিটে জয়সূচক গোল করেন ডেনজেল ডামফ্রিস। ম্যাচের পর নেদারল্যান্ডস কোচ বলেছেন, ভবিষ্যতে দ্বিতীয়ার্ধে যাতে এ ভাবে আচমকা দলের পতন না হয়, সে দিকে খেয়াল রাখবেন। অন্যদিকে উত্তর ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়াকে এগিয়ে দিয়েছিলেন স্টেফান লাইনার। কিন্তু ২৮ মিনিটে সমতা ফেরান ৩৭ বছরের স্ট্রাইকার গোরান পান্ডেভ। প্রথম সারির প্রতিযোগিতায় এটাই প্রথম গোল উত্তর ম্যাসিডোনিয়ার। তবে সেই খেলা ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে গোল করে অস্ট্রিয়াকে জেতান মাইকেল গ্রেগরিশ এবং মার্কো আর্নতোভিচ।