একুশের ভোটে ভরাডুবির পর একদিকে যখন গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়ে গিয়েছে দোষারোপের পালা, বারবারই সামনে এসে পড়ছে নেতৃত্বের অন্তর্কলহ। তখন অন্যদিকে ভাঙন অব্যাহত দলে। এবার যেমন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিজের নির্বাচনী কেন্দ্র খড়গপুর এবং সংলগ্ন এলাকা থেকে কয়েক হাজার বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিলেন।
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৩ নং লছমাপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর সংসদের ৩০ টি পরিবার ও রাধা কিশোর এলাকার ৫০ টি পরিবারের প্রায় ৪০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল এর পঞ্চায়েত প্রধান নান্টু দোলই-সহ দলের অন্যান্য নেতারা।
খড়গপুর গ্রামীন এর পাশাপাশি রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং বাজারে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের ১০০ টি পরিবারের প্রায় ৫০০জন বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া।