গত বুধবার নিউটাউনের সাপুরজি আবাসনে পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে চলছিল গুলির লড়াই। এবার সেই এনকাউন্টার কাণ্ডে আটক হলো আরও ৪ জন। সোমবার সকালে ভাঙড়ের কাশীপুর থানা এলাকা থেকে ওই চারজনকে আটক করা হয়েছে বলে খবর। আপাতত ভাঙড় থানায় ওই চারজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন কলকাতা ও বিধাননগর পুলিশ। তবে আটকদের পরিচয় এখনও জানা যায়নি। তারা কীভাবে এই এনকাউন্টার কাণ্ডের সঙ্গে যুক্ত তাও খোলসা করে জানায়নি পুলিশ।
সূত্রের খবর, নিউটাউন এনকাউন্টারের পর থেকেই এলাকায় কড়া নজর রাখা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, দেখা যায় কাশীপুরের নির্মীয়মান একটি বহুতলের একটি ঘরের মধ্যে চারজনে মিলে থাকছেন। প্রত্যেকেই পাঞ্জাবের বাসিন্দা বলে খবর। এরপরই তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। চলছে জিজ্ঞাসাবাদ। জয়পাল ভুল্লার এবং জসপ্রীত জসসির সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে কিনা কিংবা এ শহরের আস্তানা তৈরিতে দুই গ্যাংস্টারকে এই চারজন কোনও সাহায্য করেছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। তবে এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
উল্লেখ্য, এনকাউন্টারে হত দুষ্কৃতীদের অপরাধের জাল গোটাতে তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফও। তাদের তদন্তেও উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ থেকে বাংলার নম্বর প্লেট লাগানো গাড়ি নিয়ে ঝাড়খণ্ড হয়ে কলকাতায় প্রবেশ করে সোজা নিউটাউনের ‘সুখবৃষ্টি’ আবাসনে ওঠেনি ভরত, জসপ্রীত, জয়পালরা। তার আগে বেশ কয়েকদিন হোটেলে কাটিয়েছিল। নিউটাউনেরই এক গেস্ট হাউসের নাম উঠে এসেছে। যেখানে তারা একসঙ্গে পার্টিও করেছিল। তারপর তারা ‘সুখবৃষ্টি’ আবাসনে আসে।