ফরাসি ওপেনে যিনি একবার রাফায়েল নাদালকে হারান, তিনি আর ফাইনালে জিততে পারেন না। এতদিন টেনিসপ্রেমীদের বক্তব্য এটাই ছিল। তবে এবার সেই মিথ ভেঙে দিলেন নোভাক জোকোভিচ। এর আগে ২০০৯-এ নাদালকে হারানো রবিন সোডারলিং ফাইনালে হেরেছিলেন রজার ফেডেরারের কাছে। এরপর ২০১৫-এ জোকোভিচও নাদালকে হারিয়ে স্ট্যান ওয়ারিঙ্কার কাছে হেরে গিয়েছিলেন। কিন্তু একই ভুল দ্বিতীয় বার করলেন না জোকোভিচ।
গতকাল দু’সেট পিছিয়ে পড়েও গ্রিসের স্টেফানোস চিচিপাসকে হারিয়ে দিলেন ফরাসি ওপেনের ফাইনালে। রবিবার ম্যাচের ফল জোকোভিচের পক্ষে ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪। ফরাসি ওপেন জিতে ৫২ বছরের পুরনো একটি রেকর্ডও স্পর্শ করলেন জোকোভিচ। রয় এমার্সন এবং রড লেভারের পর তিনিই হলেন বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় যিনি প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত দু’বার করে জিতেছেন। এদিকে প্রথম কোনো গ্রিক টেনিস খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেন জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল চিচিপাসের।
জয়ের পর অনেকেই দাবি করতে শুরু করেছেন, জোকোভিচই সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। সত্যিই তাই কি না, সেটা সময়ই বলবে। তবে রবিবার ফিলিপ শাঁতিয়ের কোর্টে যে অনবদ্য টেনিস সার্বিয়ার খেলোয়াড় উপহার দিলেন, তা নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে। একই প্রতিযোগিতায় দু’বার অবিস্মরণীয় প্রত্যাবর্তন দেখা গেল জোকোভিচের থেকে। এই নিয়ে ১৯টি গ্র্যান্ড স্ল্যাম হল জোকোভিচের। রজার ফেডেরার এবং রাফায়েল নাদালের থেকে মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম পিছিয়ে তিনি।