গত শুক্রবারই দলত্যাগ করে সপুত্র তৃণমূলে ফিরেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। ওইদিন তৃণমূল ভবনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়দের উপস্থিতিতে ‘ঘর ওয়াপসি’ হয় তাঁর। যেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দলে আগের মতোই দায়িত্ব সামলাবে মুকুল। এবার সেই মতোই তৃণমূলে দায়িত্ব বাড়ছে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের। সূ্ত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে।
এখানেই শেষ নয়। সূত্রের খবর, অন্যান্য রাজ্যগুলিতে সংগঠন বিস্তারের দায়িত্বও মুকুল রায়ের ওপর দিতে চলেছে তৃণমূল নেতৃত্ব। সংগঠন বিস্তারে মুকুল রায়ের দক্ষতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই জাতীয় স্তরের সংগঠন বিস্তারের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের শাসকদল। সেই লক্ষ্যপূরণেই মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। আগেও ত্রিপুরা, আসাম, বিহারের মতো রাজ্যে তৃণমূলের সংগঠনের দায়িত্বে ছিলেন মুকুল। আবারও সেই ভূমিকায় তাঁকে ফিরিয়ে আনা হতে পারে বলে তৃণমূলের অন্দরে জোর জল্পনা।