করোনার ভয়াবহতা আগের থেকে কমলেও এখনও অবধি পুরোপুরি বাগে আনা যায়নি। তাই সংক্রমণ ঠেকাতে রাজ্যে কড়া বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। আগামী ১৬ জুন বুধবার থেকে আগামী ১ জুলাই পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধ জারি থাকছে৷ সোমবার নবান্নে এ কথা ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে৷
করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে এলেও এখনই বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়া হল না৷ তবে কিছুক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷ রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো বা সরকারি- বেসরকারি বাস পরিষেবা চালু হচ্ছে না৷ তবে ২৫ শতাংশ কর্মী নিয়ে খুলবে সরকারি-বেসরকারি অফিস।
অন্যদিকে, প্রাইভেট ও কর্পোরেট অফিস ১০-৪ টা খোলা রাখা যাবে। বুধবার থেকেই অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে। ৫০ শতাংশ কর্মী নিয়ে আইটি সেক্টরের অফিস খোলা থাকবে। তবে কর্মীদের মানতে হবে করোনা বিধি। অন্যদিকে, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০-২ টা পর্যন্ত খোলা থাকবে। সেক্ষেত্রেও কর্মীদের কড়া করোনা বিধি মেনে অফিসে আসতে হবে। কর্মীদের অফিসে আসার ক্ষেত্রে ই-পাস নিতে হবে। রাজ্য সরকারের তরফে তাঁদেরকে ই-পাস প্রদান করা হবে।