বিধানসভা ভোটে ভরাডুবির পর একদিকে যখন গেরুয়া শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে দোষারোপের পালা, বারবারই সামনে এসে পড়ছে নেতৃত্বের মধ্যে কলহ। তখন অন্যদিকে ভাঙন অব্যাহত দলে। শুক্রবারই সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে পদ্মশিবির। দলত্যাগ করে সপুত্র তৃণমূলে ফিরেছেন খোদ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। আর এবার নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল পার্টি অফিসের সামনে হাত জোড় করে ক্ষমা চাইলেন বোলপুরের বিজেপি কর্মীরা। জানিয়ে দিলেন বিজেপির মতো সাম্প্রদায়িক একটি দলের যুক্ত থেকে ভুল করেছেন তাঁরা। এখন উন্নয়নের সঙ্গে থাকতে চান। তাই তাঁরা সাধারণ মানুষের কাছে তাঁদের ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে লাভপুর, নানুর এলাকাতে মাইকে প্রচার করে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন বিজেপি কর্মীরা। গত শুক্রবারই যেমন বোলপুরের ১৭নং ওয়ার্ডে ২০-২৫ জন বিজেপি কর্মী মাইকে ঘোষণা করে নিজেদের ভুল স্বীকার করেছিলেন। এবার বোলপুর পুরসভা এলাকাতেও এই ঘটনা ঘটল। রবিবার বোলপুরের ২০ নং ওয়ার্ডের সুরিপাড়তে ২৫-৩০ জন বিজেপি কর্মী সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁরা স্থানীয় তৃণমূল পার্টি অফিসের সামনে এসে হাত জোড় করে ক্ষমা চান। তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করে তাঁরা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিজেপি করছি। ভোটের পর বিজেপি আমাদের দিকে ফিরেও তাকায়নি। তৃণমূল আমাদের নিরাপত্তা দিয়েছে, তাই আমরা এখন তৃণমূলে যোগ দিতে চাই।’