যশ আছড়ে পড়ার দু’দিন পরেই কাঁথি থানায় ত্রিপল চুরির অভিযোগ দায়ের হয়েছিল তাঁদের দুই ভাইয়ের নামে। অভিযোগ ছিল, কাঁথি পুরসভার গোডাউন থেকে রাতের অন্ধকারে ত্রিপল চুরি করা হয়েছে অধিকারী ভাইদের মদতে। এবার সেই মামলায় আরও বিপাকে পড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী।
কাঁথি পুরসভায় ত্রিপল চুরির মামলায় তাঁদের দুই ভাইয়ের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তা খারিজ ও তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু আদালতে শুভেন্দুর সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। সেইসঙ্গে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আগামী ২২ জুন এই মামলার শুনানি হবে।