কয়েকমাস আগেই ভারতে সেঞ্চুরি পার করেছিল পেট্রোলের মূল্য। এবার সেই পথেই হেঁটে লিটারপিছু ১০০ টাকার গণ্ডি পার করল ডিজেলের দামও। উত্তর রাজস্থানের ভারত-পাক সীমান্তের কাছে অবস্থিত শ্রীগঙ্গানগরে এখন পেট্রোল এবং ডিজেল, উভয় জ্বালানি তেলের লিটারপিছু দামই ১০০ টাকার উপরে। শনিবার শ্রীগঙ্গানগরে ডিজেলের দাম বেড়েছে ২৫ পয়সা। এর জেরে সেখানে লিটারপিছু ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে ১০০.০৬ টাকায়। উল্লেখ্য, শ্রীগঙ্গানগরে লিটারপিছু পেট্রোলের দাম ১০৭.২৫ টাকা।
এদিকে রাজস্থানের অন্যান্য সীমান্তবর্তী শহরগুলিতেও শীঘ্রই ডিজেলের দাম ১০০ টাকার গণ্ডি পার করতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের। গত পাঁচ-ছয় সপ্তাহ যাবত দেশের জ্বালানি উৎপাদনকারী সংস্থাগুলি পাইকারি হার বাড়িয়ে চলায় তেলের দাম এভাবে ১০০-র গণ্ডি পার করেছে বা অধিকাংশ জায়গায় ১০০ ছুঁইছুঁই। প্রসঙ্গত, বর্ধিত ভ্যাট-এ জেরে ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং লাদাখের বিভিন্ন জায়গায় পেট্রোলের দাম ১০০-র গণ্ডি পার করেছে।
উল্লেখ্য, বর্তমানে দিল্লীতে লিটারপিছু পেট্রোলের দাম ৯৬.১২ টাকা। লিটারপিছু ডিজেলের দাম ৮৬.৯৮ টাকা। মুম্বইতে লিটারপিছু পেট্রোলের দাম ১০২.৩৬ টাকা। লিটারপিছু ডিজেলের দাম ৮৬.৯৮ টাকা। দেশের মেট্রোপলিটন শহরগুলির মধ্যে একমাত্র মুম্বইতেই পেট্রোলের দাম ১০০-র গণ্ডি পার করেছে। তবে যেই হারে তেলের দাম গোটা দেশে বাড়ছে, তাতে শীঘ্রই অন্য মেট্রোপলিটন শহরগুলিতেও মুম্বইয়ের মতই দাম বাড়তে পারে। আর এর জেরে ক্রমেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বাড়বে।