শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ হয়েছে মুকুল রায়ের। আর তা নিয়েই কটাক্ষ করেছিলেন তথাগত রায়। এর পাল্টা দিয়ে এবার বিজেপি নেতাকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
তথাগত টুইটে দাবি করেছেন, মুকুল রায় সব তথ্যই তৃণমূলকে দিতেন। এরই জবাবে ফিরহাদ বলেন, বিজেপি এমন একটা বোকা পার্টি আগে ছিল না! তিনি বেরোনোর পরে বুঝতে পারল। এতদিন যখন ছিল বুঝতে পারল না? তথাগত রায়কে জানতাম একজন শিক্ষিত ব্যক্তি। মুকুল রায় যতদিন বিজেপিতে ছিলেন, ততদিন ওঁর মতো শিক্ষিত, অভিজ্ঞ মানুষ বুঝতে পারেননি মুকুল রায় দলের ক্ষতি করছেন! যদি বুঝতে পেরেছিলেন, তা হলে তো আগেই ওঁর অমিত শাহকে বলে দেওয়া উচিত ছিল। এতদিন ছিলেন, বুঝতে পারলেন না!
এদিন, দিলীপ ঘোষকেও একহাত নিয়েছেন মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি মন্তব্য করেছেন, কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে দল বদল করা। এ নিয়েই তাঁকে পাল্টা বিঁধেছেন ফিরহাদ। তাঁর কটাক্ষ, ভোটের আগে যখন দলবদল হচ্ছিল, তখন দিলীপ ঘোষ বলতে পারতেন তো? ভোটের আগে যখন পায়ে ধরে ধরে নেতাদের নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কি উনি দেখতে পাচ্ছিলেন না? নাকি ওঁর কথা বলার ক্ষমতা হারিয়ে গিয়েছিল?