দুদিন আগেই বিজেপির সমালোচনা করে সোশ্যাল নিডিয়ায় পোস্ট করেছিলেন। তখনই দলবদলের জল্পনা ছড়ায়। সেই জল্পনা আরও বাড়িয়ে শনিবার সরাসরি কুণাল ঘোষের বাড়িতে হাজির হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
ভোটের ঠিক আগে মমতার ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব। ডোমজুড় কেন্দ্র থেকে টিকিটও পান। কিন্তু জিততে পারেননি। তারপর থেকেই রাজীবের তৃণমূলের প্রত্যাবর্তনের জল্পনা ছড়িয়েছে। এর মধ্যে শুক্রবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কুণালের বাড়িতে হাজির হলেন রাজীব।
দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির সমালোচনাও করেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক। লিখেছিলেন, ‘মানুষের বিপুল জমসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না’। তিনি যে আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করবেন সে কথাও জানিয়েছিলেন প্রাক্তন বনমন্ত্রী।
রাজীব এই পোস্টে তৃণমূলে ফিরতে চাওয়ার ইঙ্গিত দিয়েছেন বলেই ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে বেশ কয়েকজন নেতা ও জনপ্রতিনিধি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। সেই তালিকায় রয়েছেন রাজীবও। তৃণমূল সূত্রে খবর, কাদের নেওয়া হবে, সেই দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।