রাজ্যের সরকারি হোমগুলিতে নানা বয়সের বাচ্চা একসাথে থাকে। তাদের নানা আবেদন, নানা ভাবনা। কেউ নিজেদের বন্ধ ঘর ছেড়ে বেরোতে চায়। কারও একটু বেড়াতে নিয়ে যাওয়ার আবদার। কারও কথা আবার বেশ ভাবিয়েছে। এমনটা যে হবে, তার জন্য অনেকেই প্রস্তুত ছিলেন না। তাই সব শেষে ঠিক হল প্রতি মাসে এমন সাক্ষাৎকার হবে। এক পারে মন্ত্রী থাকবেন। অন্য পারে সরকারি হোমের বাচ্চারা। আপাতত ভার্চুয়ালি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সেই মতো ব্যবস্থা। নির্দিষ্ট একটি দিনে হবে ‘মিট দ্য মিনিস্টার’। বাচ্চারা তাদের মনের কথা খুলে বলবে।
রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতর তাদের অধীনে থাকা বিভিন্ন জেলার সমস্ত হোমের বাচ্চার কথা ভেবে এই উদ্যোগ নিয়েছে। একদিন আগেই চলে গিয়েছে শিশু সুরক্ষা দিবস। সেই উপলক্ষেই শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে একটি কর্মসূচির আয়োজন হয়। যেখানে মন্ত্রী শশী পাঁজা উপস্থিত ছিলেন। করোনা বিধি মেনে অনুষ্ঠানটি ভার্চুয়ালিই পালিত হয়েছিল। বিভিন্ন জেলার হোমের বাচ্চাদের সঙ্গে কথা বলতে গিয়েই তিনি বাচ্চাদের মনে থাকা নানা ধরনের এই সব প্রশ্ন জানতে পারেন। তার পরই সিদ্ধান্ত নেন প্রতি মাসে এমন কর্মসূচি আয়োজনের।
কেমন ছিল সেসব আবদার? কারও অতি সামান্য দাবি, পিৎজা বানানো শিখতে চায়। কেউ একটু হোমের বাইরে বেরোতে চায়। একটু এদিক-ওদিক ঘুরে দেখলে কেমন হয়, সে জানতে চেয়েছে মন্ত্রীর কাছে। সিদ্ধান্ত হয়েছে, এই কড়া বিধিনিষেধ শিথিল হলে একটু শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হবে সকলকে নিয়ে। হোমটি যে জেলায়, প্রাথমিকভাবে সেখানেই হবে আয়োজন। কেউ আবার একটু ছুটি চেয়েছে। বাড়ির লোককে দেখতে চায়। সাধ্যমতো সুযোগ হলেই তার ব্যবস্থা হবে। একজনের আবার খুব আগ্রহ মন্ত্রীর ছোটবেলা সম্পর্কে জানার। একথা বলতে বলতে হেসেই ফেললেন শশী। তাঁর কথায়, “কতজনের কতরকম প্রশ্ন। যতটা পেরেছি জবাব দিয়েছি।”
একজনের প্রশ্ন বেশ সিরিয়াস। নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছে সে। প্রশ্ন করেছে তার ১৮ বছর বয়স হলে কোনও সরকারি কাজ কি সে পেতে পারে? সে ভাবে কোনও চাকরি না থাকলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তার একটা সুযোগ সে পেতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। এমন নানা আবেদনের কথা বলতে গিয়ে অনেক আগে এভাবেই একবার একটি শিশু তাঁকে দেখে মন্ত্রী হওয়ার শখ জাহির করেছিল। মন্ত্রী নিজে একজন ডাক্তার। সেই সুবাদেই তাঁর বক্তব্য, “এরা এখন একেবারে বন্দী। সেই কারণেই একটি ভার্চুয়াল অনুষ্ঠান করে কে কেমন আছে, তা জানার চেষ্টা করা হয়েছিল।”