২০১৭ সালে তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ। মাঝের ৩ বছর ৮ মাস কেটেছে পদ্মশিবিরে। অবশেষে তিক্ততা দূরে সরিয়ে আজ সপুত্র তৃণমূলে ফিরে এলেন মুকুল রায়। তাঁদের তৃণমূলের মঞ্চে স্বাগত জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মুকুলের ঘর ওয়াপসিতে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিলেন, ‘ওল্ড ইজ গোল্ড’। অর্থাৎ পুরনোরাই খাঁটি।
এদিন তৃণমূল ভবনে যোগদান পর্বের পর সাংবাদিকরা মুকুল রায়কে প্রশ্ন করেন, তিনি বিজেপি ছেড়ে দেওয়ার কারণ কী? জবাবে পোড়খাওয়া রাজনীতিবিদ বলেন, আমি তো বলেছি বিজেপি করতে আমার ভাল লাগছিল না। আর সবিস্তার কারণ আমি লিখিত ভাবে বিবৃতি আকারে পেশ করব।
অন্যদিকে, মমতার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এই মুকুল রায় আপনার ও অভিষেকের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করেছিলেন। আপনাদের মতান্তর তৈরি হয়েছিল। হঠাৎ করে রসায়ন বদলে যাওয়ার কারণ কী? এর উত্তরে মমতা সাফ জানিয়ে দিয়েছেন, মুকুলের সঙ্গে আমার মতবিরোধ কখনও ছিল না। বিজেপি পার্টি করা যায় না। ওরা শোষণ করে, নিপীড়ন করে। মুকুল তৃণমূলে ফিরে এসে মানসিক ভাবে শান্তি পেল। মমতা এ-ও স্মরণ করিয়ে দিয়েছেন, ‘মুকুল কিন্তু ভোটের সময় আমাদের বিরুদ্ধে একটা কথাও বলেননি।’