প্রায় সাড়ে তিন বছর বাদে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। ফিরলেন তাঁর পুত্র শুভ্রাংশুও। তবে এর মধ্যেই এল দুশ্চিন্তার খবর। শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের। কলকাতায় বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন মুকুল-জায়া। হাসপাতাল সূত্রে খবর, গতকাল থেকে একমো সাপোর্টে রাখা হয়েছে কৃষ্ণা রায়কে। চিকিৎসকরা জানিয়েছেন, মুকুল রায়ের স্ত্রীর ফুসফুস প্রতিস্থাপনের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে দেখতে শুরু করেছেন চেন্নাইয়ের চিকিৎসকরা।
প্রসঙ্গত, এবিষয়ে যাবতীয় প্রস্তুতি সাড়া হয়ে গিয়েছে। এখন ব্রেন ডেথ হওয়া এমন ফুসফুস দাতার খোঁজ চলছে। তা পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, এই মহূর্তে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। করোনা আক্রান্ত হয়েছিলেন সস্ত্রীক মুকুল রায়। তিনি নিজে ও স্ত্রী কৃষ্ণা রায় ভর্তি হন বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে। করোনামুক্ত হয়ে মুকুল রায় হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। কিন্তু তাঁর স্ত্রী অত্যন্ত সংকটজনক। গত কয়েকদিনে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। কৃষ্ণাদেবীকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাঁকে দেখতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।