বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফলাফল যাই হোক না কেন, তার আগেই সুনীল গাভাস্কার, দীনেশ কার্তিকরা এই দলকেই ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা বলে দাবি করেছেন। উল্লেখ্য, আগামী ১৮ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া ও নিউজিল্যান্ড। যা নিয়ে এখন থেকেই ফুটছে দুটি দলই। তার আগে প্রাক্তনদের এহেন প্রশংসা ভারতীয় স্কোয়াডের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
কিন্তু বিরাট কোহলির নেতৃত্বাধীন এই ‘টিম ইন্ডিয়া’র কোন গুন বাকিদের থেকে আলাদা? এই দলের সাফল্যের রহস্যটাই বা কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার অজিত আগরকর দলের মানসিকতার দিকেই ইঙ্গিত করেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত দুই সিরিজে পিছিয়ে পড়েও ভারত যেভাবে ফিরে এসেছিল, তা প্রশংসনীয় বলেই মনে করেন আগরকর। পাশাপাশি, অস্ট্রেলিয়া সফরের কথা মনে করিয়ে দিয়ে ভারতীয় জার্সি গায়ে চাপানো প্রতিটা ক্রিকেটারের আত্মবিশ্বাসের দিকেও ইঙ্গিত দেন এই প্রাক্তন ভারতীয় পেসার।
আগরকর বলেন, “আমার মতে ভারতীয় দলের সবথেকে বড় শক্তি হল নিজের দক্ষতার ওপর বিশ্বাস এবং হার না মানা নাছোড় মনোভাব। অনেক সময়ই মুশকিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে ভারতীয় দলকে। তবে নিউজিল্যান্ডে ওই দু’টি টেস্ট ছাড়া সাম্প্রতিক সময়ে ভারতীয় রেকর্ড যদি দেখা হয়, তাহলে আমরা দেখতে পাব যে ভারত সবসময় ম্যাচ না জিতলেও বিপক্ষকে কড়া টক্কর দিতে সক্ষম হয়েছে। তাও ভিন্ন ভিন্ন সময়ে আলাদা আলাদা ক্রিকেটারদেরকে সুযোগ দিয়ে।”