ভারতীয় ফুটবল সার্কিটে ফের কোভিড হানা। গত কয়েকদিন যাবৎ চলতে থাকা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার শেখর বাঙ্গেরা। বুধবার রাতে ম্যাঙ্গালোরের উদিপিতে তাঁর মৃত্যু হয়েছে। ৭৪ বছরের এই প্রাক্তন ফুটবলার মৃত্যুকালে রেখে গেলেন তাঁর স্ত্রী এবং দুই মেয়েকে। স্থানীয় কর্নাটক স্পোর্টিং ক্লাবের এক বিবৃতি অনুযায়ী, মহেশ হাসপাতালে করোনা চিকিৎসা চলছিল বাঙ্গেরার। বুধবার সেই লড়াইয়ে হেরে যান তিনি।
ফুটবল জীবনে মাঠে তাঁর দাপট ছিল প্রশ্নাতীত। ভারতীয় দলের প্রধান গোলকিপার তো ছিলেনই, এমনকি দলকে নেতৃত্বও দিয়েছেন একসময়। নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স ক্লাবের হয়ে ফুটবল খেলা শুরু করেছিলেন তিনি। কিন্তু গোলকিপার হিসেবে তাঁর অসামান্য দক্ষতা তৎকালীন বম্বের ওর্কে মিল্স ক্লাব তাঁকে সই করায়। জাতীয় দলে চুটিয়ে খেলার পাশাপাশি সন্তোষ ট্রফিতে মহারাষ্ট্রের হয়েও খেলেছেন তিনি। এমনকি পরবর্তীকালে দেশের মাটি থেকে উন্নতমানের গোলকিপার তুলে আনতে ধানবাদ ফুটবল অ্যাকাডেমি তৈরি করেছিলেন তিনি।