বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। মেলার মাঠে পাঁচিল তোলার সিদ্ধান্ত থেকে শুরু করে বক্তৃতামালায় বিজেপি সম্পর্কিত বিষয় ঢোকানো — একের পর এক ইস্যুতে সমালোচিত হতে হয়েছে তাঁকে। এবার ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য। অভিযোগ, প্রতিষ্ঠানের ভার্চুয়াল বৈঠকে তিনি শিক্ষকদের অপমান করেছেন।
বুধবার বিকালে বিশ্বভারতীতে কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকা হয়। বৈঠকে ছিলেন বিশ্বভারতীর শিক্ষক-অশিক্ষক কর্মীরা। অভিযোগ, সেখানেই উপাচার্য শিক্ষকদের পরিবার নিয়ে অপমানজনক কথা বলেন। অপমানজনক কথার অডিয়ো ক্লিপিং ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে শিক্ষক সংগঠন। বিশ্বভারতীর নানাবিধ বিষয় নিয়ে আচার্য তথা প্রধানমন্ত্রীকে বারবার চিঠি দেওয়া হয়েছে। সে বিষয়ে কথা বলতে গিয়েই উপাচার্য অপমানজনক কথা বলেন বলে অভিযোগ উঠছে। এদিকে, রাজ্য সরকারের সিদ্ধান্তের একেবারে উল্টো পথে হেঁটে করোনা আবহের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
বিশ্বভারতীর ছাত্র ছাত্রীদের একাংশ কর্তৃপক্ষের কাছে গত ৭ জুন মেল করে আবেদন জানিয়েছিলেন, এই কোভিড পরিস্থিতিতে তারা প্রবল সমস্যায় রয়েছে। এমনকি, ঠিকঠাক পড়াশোনাও করতে পারে নি তারা। তাই অনান্য বোর্ড যখন মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করছে, তখন বিশ্বভারতী কর্তৃপক্ষও যেনো সে বিষয়ে ভাবে৷ এরপরেই বৈঠকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারপর নোটিস ইস্যু করে স্পষ্ট জানিয়ে দেয় এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।