গত মঙ্গলবার রাতেই প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূলের পুরুলিয়া শহর সভাপতি বিভাসরঞ্জন দাসের উপরে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় গতকাল গ্রেফতার হয়েছেন বিজেপি বিধায়কের ভাই-সহ দু’জন। তৃণমূলের অভিযোগ, পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। এরপরেই অভিযোগ দায়ের করা হয়েছে পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, তাঁর ভাই প্রদীপ মুখোপাধ্যায়, দলের পুরুলিয়া শহর উত্তর মণ্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী-সহ মোট ১২ জনের বিরুদ্ধে।
আহত বিভাসরঞ্জনবাবুকে মঙ্গলবার রাতে পুরুলিয়া মেডিক্যালের আইসিইউ-তে ভর্তি করানো হয়। তাঁর মাথায় সেলাই হয়েছে। গতকাল হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করেন দলের জেলা কো-অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন বুধবার বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।’’ পুলিশ জানিয়েছে, ধৃতদের এ দিন পুরুলিয়া আদালতে তোলা হলে তাঁদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
বিভাসবাবুর অভিযোগ, ‘‘বাড়ি ফিরছিলাম। হঠাৎ বিটি সরকার রোডে বিজেপির কয়েকজন আমাকে ঘিরে ধরে মারধর শুরু করে। আমাকে মেরে ফেলাই ওদের মতলব ছিল।’’ নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে তৃণমূলের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অনির্বাণ দীপ মুখোপাধ্যায়। তাঁর দাবি, ‘‘অল্প সময়ের মধ্যে দফায় দফায় বিজেপির কর্মীরা জড়ো হয়ে বিভাসদাকে মারতে শুরু করে। পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব নয়।’’