অবশেষে ঝুলি থেকে বেড়িয়ে পড়ল বেড়াল। এতদিন কমিয়ে দেখানো হচ্ছিল যে মৃত্যু হার, এবার যাচাই করে দেখতেই তা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। হ্যাঁ, কোভিড মৃত্যুর পর্যালোচনা করতে গিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা লাফিয়ে বেড়েছে এনডিএ শাসিত বিহারে। যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এই সংশোধনের পর সেখানে মৃতের সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার। এর জেরে সাড়ে ৫ হাজার থেকে সে রাজ্যে মোট মৃত্যু পৌঁছে গিয়েছে সাড়ে ৯ হাজারে।
নীতিশ কুমারের সরকার বুধবার যে হিসাব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে এক দিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭১ জনের। বিহারে এক দিনে এই মৃতের সংখ্যার জেরে দেশের দৈনিক মৃত্যু ৬ হাজার পার করেছে। বিহারে ৩ হাজার ৮৭১ জনের মৃত্যু যোগ হওয়ায় ওই রাজ্যে গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪২৯ জনের।
প্রসঙ্গত, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ উঠেছিল নীতিশের সরকারের বিরুদ্ধে। এরপরই বিষয়টি নিয়ে অডিটের নির্দেশ দেয় পাটনা হাইকোর্ট। সেই অডিটের পরই যুক্ত হয়েছে এই মৃতের সংখ্যা। অডিটে দেখা গিয়েছে, ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের মার্চ অবধি বিহারে করোনায় প্রাণ গিয়েছে ১ হাজার ৬০০ জনের। এ বছর এপ্রিল থেকে ৭ জুনের মধ্যে কোভিডে মৃত ৭ হাজার ৭৭৫ জন।
এত দিন বিহার স্বাস্থ্য দফতরের দেওয়া হিসাবে মোট মৃত ছিল সাড়ে ৫ হাজার। কিন্তু পর্যালোচনার পর সেটাই পৌঁছে গিয়েছে সাড়ে ৯ হাজারে। এই নতুন মৃত্যুর অধিকাংশই হয়েছে পাটনাতে। স্বাভাবিকভাবেই, এই ঘটনার কথা সামনে আসতেই মুখ পুড়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তাঁর সরকারের। রাজ্যের কোভিড পরিস্থিতির তথ্য গড়মিলের সমালোচনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি।