একুশের ভোটে মমতার পর তিনিই ছিলেন দলের দ্বিতীয় তারকা প্রচারক। জেলায় জেলায় ঘুরে প্রচার করেছেন। ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে দলের নিয়ে আসার সিদ্ধান্তও ছিল তাঁরই। তাঁর সেই পরিশ্রম এবং সিদ্ধান্তের ফল পেয়েছে দল। আর তার পুরষ্কার স্বরূপ শনিবার তৃণমূলের যুবনেতার পদ থেকে সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে উত্তরণ ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দায়িত্ব পাওয়ার পরই নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন তিনি। বাংলায় বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন অভিষেক। বুধবার মুর্শিদাবাদের পর বৃহস্পতিবার অভিষেক যাবেন হুগলি, বাঁকুড়া ও মেদিনীপুরের অসহায় পরিবারের পাশে।
প্রসঙ্গত, সোমবার বাংলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে মোট ২৭ জনের। তাঁদের মধ্যে হুগলিরই ১১ জন, ৯ জন মুর্শিদাবাদের, ২ জন করে মৃত্যু হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়, নদিয়া মৃত্যু হয়েছে ১ জনের। মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করার কথা আগেই জানিয়েছিলেন অভিষেক। বুধবার প্রথমে তিনি যাবেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে। দুপুর আড়াইটে নাগাদ যাবেন বহরমপুর ক্যাম্পে। সেখানে নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলবেন তিনি। এরপর ১০ জুন, বৃহস্পতিবার যাবেন হুগলির হরিপাল, খানাকুল। সেখানে পোলবা দাদপুরের নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করবেন। উল্লেখ্য, বাংলার বজ্রাঘাতে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।