বাংলায় একুশের বিধানসভা ভোটে বিজেপিকে রুখে দেওয়ার পর থেকেই সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য গতিবিধি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর এর মূল কারণ, তাঁর ব্যক্তিগত ক্যারিশমার কাছে পরাস্ত হয়েছে মোদী ম্যাজিক, অমিত শাহের রণনীতি। ইতিমধ্যেই দেশের তাবড় য়াবড় বিরোধী নেতা-নেত্রীরাও হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন দেশে এই মুহূর্তে প্রধান বিরোধী মুখ মমতাই। এবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে এসে কৃষক নেতা রাকেশ টিকায়েতও ভূয়সী প্রশংসা করলেন তাঁর।
প্রসঙ্গত, এদিন রাকেশ-সহ কৃষক নেতাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। সেখানে টিকায়েত বলেন, ‘পুঁজিবাদী শক্তিকে জবাব দিয়েছে বাংলা।’ বাংলায় তৃতীয়বার সরকার গঠনের জন্য তৃণমূল নেত্রীকে অভিনন্দনও জানান তিনি। উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় রাজনীতিতে তৃণমূলের প্রাসঙ্গিক হয়ে ওঠাকে বাড়তি উৎসাহ দেবে এদিনের এই বৈঠক। রাজ্যের কৃষকদের বিষয়ে কথা বলা ছাড়াও কৃষিকাজ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।