আসন্ন টোকিয়ো অলিম্পিক্সের জন্য নতুন জার্সি কিছুদিন আগেই প্রকাশ করেছিল ভারত। তবে চীনা সংস্থার তৈরি করা সেই জার্সি নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। এর জেরেই সেই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভারত। ভারতীয়দের চীনা দ্রব্য বর্জন করার ডাক দেওয়ার পরও অলিম্পিক্সের মত বড় মঞ্চে পোশাক স্পনসর হিসেবে চীনা সংস্থাকে দায়িত্ব দেওয়ায় শুরু হয় বিতর্কের ঝড়।
এপ্রসঙ্গে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা নরেন্দ্র বাত্রা ও রাজীব মেহতা জানান, “আমরা সমর্থকদের আবেগ সম্পর্কে অবগত। সেই জন্যই আইওএ-এর তরফ থেকে পোশাক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের খেলোয়াড়, কোচ, সহকারী কারও পোশাকেই কোনও স্পনসর থাকছে না।” তবে এখনও ভারতীয় দলের নতুন স্পনসরের খোঁজ করছেন কর্তারা। বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বলে দাবি কর্তাদের। তাদের সঙ্গে কথা বলছেন তাঁরা। সব ঠিক থাকলে নতুন স্পনসরও পেতে পারে ভারতের অলিম্পিক্স সংস্থা।