গত সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে বিনামূল্যে টিকা প্রদানের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই তাঁর দিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “মোদীজি এর কৃতিত্ব নিচ্ছেন কেন? এটা বিজেপির টাকা নয়। এটা আমজনতার টাকা। বুধবার নবান্নে সোজাসুুজি একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “যদি বিনামূল্যে টিকা দেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রীর কৃতিত্ব নেওয়ার এত কিছু হয়নি। এটা বিজেপির টাকা নয়। এটা জনতার টাকা। আর এটা যখন জনতার টাকা, তখন সাধারণ মানুষের কাছে আগে থেকেই পাঠানো হয়নি কেন? সাধারণ মানুষকে দেওয়ার জন্য আলাদাভাবে ৩৫,০০০ কোটি টাকা ছিল। সেই টাকা কোথায় গেল? এই প্রশ্ন সুপ্রিম কোর্টও করেছে।”
মমতার অভিযোগ, সংশোধিত টিকানীতির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছে কেন্দ্রের মোদী সরকার। টিকানীতি নিয়ে রাজ্যকে কিছু জানানো হয়নি। মমতা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও “এখনও নির্দেশিকা তৈরি করেনি কেন্দ্র। কবে টিকা আসবে, কীভাবে আসবে, কী হবে, তা স্পষ্ট নয়। কেন্দ্রের সরকার যা বলে, তা করে না। উল্টো কাজ করে।” সঙ্গে মমতা দাবি করেন, রাজ্যে দু’কোটির বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। ২০০ কোটি টাকার বেশি টিকা কিনেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী ভাষণ ছাড়া কিছু কেন দেন না।