ঘূর্ণিঝড় যশের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় তিনি পৌঁছে গিয়েছিলেন। এবার বজ্রপাতে মৃতদের বাড়ি গিয়ে দেখা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে দলের নয়া সর্বভারতীয় নেতা মুর্শিদাবাদ, হুগলী, মেদিনীপুর জেলায় যাবেন মৃতের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে। সূত্রের খবর, আগামীকাল দুপুরে তিনি যাবেন মুর্শিদাবাদ জেলায়৷ সেখানে যাবেন তিনি বহরমপুর ও রঘুনাথাগঞ্জে। পরশু যাবেন তিনি হুগলি জেলায়৷ যাবেন খানাকুল, তারকেশ্বর ও পোলবায়। আগামী শুক্রবার তিনি যাবেন রানিবাঁধ, পান্ডুয়া ও চন্দ্রকোণায়।
মুর্শিদাবাদ জেলায় বাজ পড়ে মারা গিয়েছেন ৯ জন, হুগলী জেলায় মারা গিয়েছেন ১১ জন, পশ্চিম মেদিনীপুরে ৩ জন, বাঁকুড়া জেলায় ২ জন ও পূর্ব মেদিনীপুর জেলায় ১ জন। আপাতত পূর্ব মেদিনীপুর যাওয়ার সূচি না থাকলেও বাকি সর্বত্র তিনি যাবেন। দায়িত্ব নেওয়ার পরেই তিনি জানিয়েছিলেন, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চান তিনি। তাই প্রাকৃতিক দূর্যোগে নিহতদের পাশে দাঁড়াতে তিনি এই সফর করছেন। প্রশাসনের তরফ থেকে অবশ্যই সাহায্য করা হচ্ছে। কিন্তু রাজনৈতিক ভাবেও তৃণমূল পাশে আছে এই বার্তা দিতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০১৮ সালের লোকসভায় সবচেয়ে কমবয়সি সাংসদ ছিলেন অভিষেক। আর সাংসদ হতেই অভিষেকের উপর বর্তাল আরও দায়িত্ব। শুভেন্দু অধিকারীর পরিবর্তে অভিষেকের হাতেই তুলে দেওয়া হল তৃণমূল যুব সংগঠনের দায়িত্ব। যে ক্ষোভ এখনও বয়ে বেড়াচ্ছেন শুভেন্দু। এমনকী এবারের ভোট প্রচারে বিজেপির হয়ে বারবার সেই প্রসঙ্গ তুলে এনেছেন তিনি। তবে সব কিছু ছাপিয়ে অভিষেক চাইছেন নেতা থেকে জননেতা হয়ে উঠতে। ইয়াস হোক বা বজ্রপাতে মৃত্যু, অভিষেক থাকছেন মানুষের পাশে।