বিজেপির সঙ্গে মুকুল রায়ের সম্পর্ক ছিন্ন হওয়া নিয়ে কি স্রেফ সময়ের অপেক্ষা? মঙ্গলবার হেস্টিংসে দিলীপ ঘোষের ডাকা বিজেপির বৈঠকে মুকুল রায়ের গরহাজিরা সেই জল্পনা আরও উস্কে দিল। শুধু তাই নয়, এই বৈঠকের বিষয়ে তাঁকে কিছু জানানোই হয়নি বলে দাবি করেছেন মুকুল। সূত্রের খবর, মুকুল বলেছেন, ‘আমি এখন আর এসবের মধ্যে নেই। নিজের যন্ত্রণায় জ্বলছি’।
মুকুল রায়ের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বর্তমানে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি পদে রয়েছেন মুকুল। তাঁর মতো পদাধিকারীর বিজেপি-র বৈঠকে না থাকা নিয়ে জল্পনা আরও জোরালো হল।
অন্যদিকে, দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের সম্পর্ক কার্যত তলানিতে। বিজেপিতে নাম লেখানো ইস্তক মুকুল রায়ের সঙ্গে সে ভাবে বনিবনা হয়নি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিধানসভা ভোটে ভরাডুবির পর দু’জনের সেই দূরত্ব আরও বেড়েছে বলেই দলের অন্দরের খবর। ২ মে-র পর দিলীপ ঘোষের ডাকে বিজেপির যে ক’টি ভার্চুয়াল বৈঠক এখন পর্যন্ত হয়েছে, তার একটিতেও দেখা যায়নি মুকুলকে। এর মধ্যে মুকুলের স্ত্রী কৃষ্ণা রায়ের অসুস্থতাকে কেন্দ্র করে দুই বিজেপি নেতার সম্পর্কের ফাটল রীতিমতো প্রকাশ্যে এসে যায়।
এদিকে, বিজেপির সমালোচনা করে সম্প্রতি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেন শুভ্রাংশু রায়। মুকুল-পুত্রের এই বক্তব্য সামনে আসতেই তাঁদের তৃণমূলে ফেরার জল্পনা দানা বাঁধে। যদিও প্রকাশ্যে কেউই এ ব্যাপারে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি।