২০০৬ সালের ৩০শে মে নর্থ কাশ্মীরের উলার লেকে নেভি বোটে জয় রাইড করার সময় একজন শিক্ষক ও ২১জন স্কুল ছাত্রের নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল। ওই স্কুলছাত্রদের মধ্যে বেশিরভাগই ছিল ১০ বছরের নীচে। ১৫ বছর আগের সেই দুর্ঘটনা নিয়েই গত ৩০শে মে নিজের হোয়াটস অ্যাপে একটি স্ট্যাটাসে দিয়েছিলেন নর্থ কাশ্মীরের বান্দিপোরা জেলায় স্থানীয় একটি নিউজ এজেন্সিতে সাংবাদিক হিসাবে কর্মরত সাজিদ রানা। আর সেই হোয়াটস অ্যাপ স্ট্যাটাসের জেরেই ২৪ বছর বয়সী ওই সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। যদিও যেদিন ওই স্ট্যাটাস তিনি দিয়েছিলেন সেদিনই তিনি তা মুছে দেন।
সংবাদ মাধ্যমকে সাজিদ বলেন, ‘নৌকাডুবির ঘটনাকে উল্লেখ করেই আমি বাচ্চাদের ছবি সহ একটি ব্যানার হোয়াটস অ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম। এটা একেবারেই সাধারণ একটি স্ট্যাটাস। ওই দিন যে শিশুদের মৃত্যু হয়েছিল তাদের স্মরণ করেই এই স্ট্যাটাস। এর মধ্যে কোনও অসৎ অভিপ্রায় ছিল না। এর মধ্যে কোনও রাজনীতিও নেই।’ তিনি জানিয়েছেন, ‘স্ট্যাটাস আপলোড করার কয়েক ঘণ্টার মধ্যেই সিকিউরিটি এজেন্সি থেকে ফোন করে বলা হয় স্ট্যাটাস দেখে তারা হতাশ। স্ট্যাটাসে শহীদ শব্দটি নিয়ে তাদের সমস্যা রয়েছে। আমি তখন বলি এই স্ট্যাটাস নিয়ে ভুলের কিছু নেই। কিন্তু যদি আপনারা বলেন এটা ঠিক নয়, তবে মুছেও দিতে পারি। মাত্র ২০ জন এই স্ট্যাটাস দেখেছেন।’ তাঁর দাবি, ক্ষমা চাওয়া সত্ত্বেও ১লা জুন তিনি জানতে পারেন ৩১শে মে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।