একুশের ভোটে ভরাডুবির পর থেকেই গেরুয়া শিবিরে শুরু হয়ে গিয়েছে দোষারোপের পালা। বারবারই সামনে এসে পড়ছে পদ্মবনের অন্তর্কলহ। পাশাপাশি, শুরু হয়েছে দল ছাড়ার হিড়িক এবং তৃণমূলে ফেরার আবেদন। সরলা মূর্মূ থেকে সোনালী গুহ, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পুরনো দলে ফিরতে চাওয়ার আবেদনকারীর সংখ্যা কম নয়। এরই মধ্যে এবার হুগলির তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপি থেকে ২০০ জন কর্মী। শনিবার, তারকেশ্বরের বলিগড়ি এক নম্বর পঞ্চায়েতের লোকনাথ মন্দির এলাকায় বিশ্ব পরিবেশ দিবস ও করোনা মোকাবিলায় বৃক্ষরোপণ উৎসব ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই এলাকার ওই ২০০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে।
ফের ভাঙন গেরুয়া শিবিরে – তারকেশ্বরে বিজেপি ছেড়ে তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ ২০০ কর্মীর
তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই বিজেপি কর্মীদের অনেকেই ২০১৯-এ লোকসভা ভোটের পর বিজেপিতে যোগদান করেছিলেন। কিছুজন আবার একুশের বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে নাম লেখান। তবে ভোটে বিজেপির গোহারা হারের পরেই পুরনো দলেই ফেরার ইচ্ছে প্রকাশ করেন ওই বিজেপি কর্মীরা। এ প্রসঙ্গে, বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, ‘আজ যাঁরা তৃণমূলে যোগদান করলেন তাঁরা আগে এই দলেরই কর্মী ছিলেন। মাঝে বিজেপিতে যোগদান করেন। তবে ভোটের পর তাঁরা দলে ফিরতে পারবেন কি না তা নিয়ে সমস্ত ব্লক ও পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও দলের কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। সকলের সম্মতি নিয়েই এই প্রাক্তনীদের দলে ফেরানো হয়েছে।’